তৃতীয় ধাপে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকা শনিবার ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কমিশন ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৫ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্হিত করে তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার প্রচারণা শেষ হয়েছে। এখানে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় ৯টি কেন্দ্রে ৪৫টি বুথে ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। এর মধ্য ৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী অংশ নিয়েছেন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৯৭৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৪ জন এবং মহিলা ৮ হাজার ৩২৯ জন। নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসার ৪৫ জন ও ৯০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া ২ প্লাটুন বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও পুলিশ মোতায়েন থাকবে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটগ্রহণের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।