সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম লিখিত বক্ত্যবে এ সংবাদ সম্মেলন করেন।
২৭ জানুয়ারী বুধবার সকালে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সিরাজগঞ্জ বাসায় তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি গঠন করে।
সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন। অথচ সবার শীর্ষে প্রচারকারী ও জনবান্ধব নেতা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিমকে না জানিয়ে এবং তার সমর্থন নেতা কর্মীকে না জানিয়ে গোপনে ডেকে নিয়ে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে স,ম আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল হাকিম বলেন,কোন পুর্ব বিজ্ঞপ্তি না দিয়ে ,তপশীল ঘোষনা না করে,প্রতিদ্বন্দি প্রাথর্ীদের না জানিয়ে কমিটি ঘোষনা দেওয়ার অধিকার তারা কোথায় পেলেন? দল কি কারো পৈত্রিক সম্পত্তি? ইচ্ছা হলো আর দান করে দিলেন? তাড়াশ উপজেলার বিএনপি যারা করে তারাই এখানে থাকে । মামলা ,হামলা,আন্দোলন সংগ্রামে বিএনপি’র নেতা কমর্ীরাই করে থাকে। সিরাজগঞ্জ ও ঢাকা থেকে এসে তো মোকাবেলা করেন না। আবার এখানকার ব্যয় আমরাই করে থাকি। অথচ সিরাজগঞ্জে এক জনের বাড়িতে বসে দলের কমিটি করে দিবে এটা ঘৃনা ভাবে প্রত্যাখ্যান করছি।
তিনি আরো দাবি করেন তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ, অগণতান্ত্রিক ও ফ্লিম স্টাইলে করা অনৈতিক কমিটি বাতিল করতে হবে। সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করার পর পুনরায় তপশীল ঘোষনা করতে হবে। দলের সকল নেতা কমর্ীদের অধিকার নিশ্চিত করে অংশগ্রহনের অবাধ সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র বিরোধী কমিটি প্রদানের সাথে জাড়িতদের সাথে দৃষ্টান্তমুলক সাংগঠনিক পদক্ষেপ গ্রহন করতে হবে। যাতে আর কেউ এমন কাজ করতে না পারে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন ,আব্দুল হোসেন, সদর ইউনিয়র যুব দলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদসহ অর্ধ শতাধিক নেতা কর্মী।