ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির দলীয় প্রার্থী ও উপজেলা পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন কাকন বলেন, ‘সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে আমার দলীয় নেতাকর্মীকে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এমন কি আামার নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সম্মুখীন হতে হচ্ছে।
তিনি বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা প্রশাসনকে বিভিন্নভাবে অবগত করেছি।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করে কাকন বলেন, ‘বিএনপির প্রার্থীকে হারানোর জন্য বিএনপির দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো দিচ্ছে, আতংকিত নেতাকর্মীরা ভোটের প্রচারাভিযানে অংশ নিতে পারছে না।’ এ ছাড়াও সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমার দল এবং পৌরবাসীর দাবি অনতিবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা পৌর বিএনপির সভাপতি ছি্দ্দিক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, পৌর বিএনপির সহসভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, সাবেক যুবদল নেতা মাহাবুর মোরশেদ লিটন উপস্থিত ছিলেন।