রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

কলাপাড়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম-থানায় মামলা-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৩৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর সমর্থক মো.রাকিবুল ইসলাম দীপ্ত (২৪ ) কে কুপিয়ে জখম করার ঘটনায় দু’জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে  আসামী করে মামলা করা হয়েছে ।

বুধবার রাতে রাকিবুল ইসলাম দীপ্ত’র মাতা মোসা.সেলিনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লেখিত আসামী দু’জন হলো মো.আসাদুজ্জামান শুভ ও মো.আলিফ মাহমুদ রুদ্র । এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার বিবরনে জানা গেছে, স্বতন্ত্র মেয়র প্রার্থী  দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারীর সমর্থক মো.রাকিবুল ইসলাম দীপ্ত বাসার  সওদা করার জন্য বাজারে আসলে পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা চাইনিজ কুঠার, দা,ছেনা, রামদা নিয়ে ব্যারিকেড দিয়ে খুন করার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে ভর্তি করে । পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ।

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় তেমন কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে সে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

উল্লেখ্য, ২৬ জানুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে পৌরশহরের কুমারপট্রি  সংলগ্ন এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. আসাদ রহমান জানান, আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি । অভিযান অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর