রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৩৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে ।২৮ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্রে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় ।

এতে সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আবুল হোসেন । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, উদীচী শিল্পী গোষ্ঠীর কলাপাড়া উপজেলা শাখার সদস্য অমল কৃষ্ণ কর্মকার, শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক তায়েফ মাইনউদ্দিন তোহা, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক আজাদ প্রমূখ।

১৯৬৯ সালের ২০ জানুয়ারী ঢাকায় আইয়ুব বিরোধী মিছিলে গুলি চালায় পাকিস্তান সরকার।নিহত হয় ছাত্রনেতা আসাদুজ্জামান খান।গোটা দেশে ছড়ীয়ে পড়ে ক্ষোভের দাবানল।এই উত্তাপ ছাপিয়ে যায় কিশোর আলাউদ্দিনের মননে।

২৮ জানুয়ারী আসাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয় বরিশাল এ,কে স্কুলের নবম শ্রেনীর ছাত্র আলাউদ্দিন আয়ুব বিরোধী মিছিলে অংশ গ্রহন করে। অশ্বিনী কুমার হলের সামনে তৎকালীন ইপিআর’র গুলিতে নিহত হয় ।তাঁর বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। সে ওই গ্রামের মমতাজ উদ্দিন খান’র ছেলে । বক্তারা শহীদ আলাউদ্দিনের স্মৃতি সংরক্ষনে বিভিন্ন দাবী তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর