রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

কোভিড-১৯ সম্মুখসারীর যোদ্ধা হিসাবে সাংবাদিকের সম্মাননা স্বারক প্রদান।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রাদুর্ভাবের মুহুর্তে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করেছে সপ্তবর্ণ মডেল স্কুল।

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পৌরশহরের রূপপুর মহল্লায় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বাসভবনে সম্মাননা স্মারক-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সপ্তবর্ণ মডেল স্কুল।

সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন,প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম,সহ-সভাপতি এমএ জাফর লিটন,যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, যুগান্তর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, সমকাল প্রতিনিধি কোরবান আলী লাভলু, শাহজাদপুর সংবাদ ডটকম এর বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, করতোয়া প্রতিনিধি সাগর বসাক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম, সাংবাদিক আবুল হাসনাত টিটো,মাসুদ মোশারফ,মামুন বিশ্বাস, আব্দুল কুদ্দুস, মামুন রানা, মাইটিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, জেলহক হোসেন, ফারুক হাসান কাহার, এম এ হান্নান শেখ, মোঃ আমিনুল ইসলাম,মিলন মাহফুজ,শফিকুল ইসলাম পলাশ,নয়ন আলী, জাহিদ হোসেন,আরিফুল ইসলাম,মিঠুন বসাক,নুপুর কুমার রায়সহ শাহজাদপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন, নিরঞ্জন কুমার পাল, হারুন অর রশীদ, সোহেল রানা সহ স্কুলটির সকল শিক্ষকবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রত্যেক বক্তাই করোনাকালীন সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন যখন দেশের মানুষ করোনা সংক্রমনের আতঙ্কে ঘরে বসে ছিল তখনও সাংবাদিকরা করোনা সংক্রমনের তোয়াক্কা না করে দেশের প্রতিটি সংবাদ জনগনের কাছে পৌঁছে দিয়েছেন। এমনকি করোনা আক্রান্ত জনগোষ্ঠীর দোরগোড়ায় গিয়ে তাদের অবস্থার খোঁজখবর নিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলায় কর্মরত প্রত্যেক সাংবাদিককে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর