রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

দৈনিক সকালের সময় পত্রিকা’র বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় বস্তু নিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম বর্ষ পদার্পন উদযাপন উপলক্ষ্যে – আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিএ কলেজ রোডস্থ পাবলিক লাইব্রেরী হলরুমে “দৈনিক সকালের সময়” পাঠক চক্রের আয়োজনে পত্রিকার জন্মদিনের কেক কেটে, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করে অনুষ্ঠানের
শুভ উদ্বোধন করা হয় এবং প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান।দৈনিক সকালের সময় পাঠক চক্র সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও দৈনিক সোনালী বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন , জেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সামাদ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দৈনিক করতোয়া পত্রিকা ব্যুরো চীফ হেলাল আহমেদ ,বিশিষ্ট সাংবাদিক , কবি,আবৃত্তিকার, সংগঠক, কলামিস্ট, রফিকুল ইসলাম শামীম ,
পৌর কাউন্সিলর রোমানা রেশমা,ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক দিলীপ গৌর, দৈনিক বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন ,স্বাধীন বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম মিলন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল হোসেন, সাংবাদিক, সংগঠক হোসেন আলী ছোট্ট, , নাট্য ফেডারেশন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না ।
এসময় শহিদুল ইসলাম ফরিদ সহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর পোটালের সম্পাদক তাহমিনা হোসেন কলি। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন জাহাঙ্গীর আলম ,শফিকুল, শাকিল,টুম্পা, রক্তিমা, টিএম জিহান অন্যান্য স্থানীয় শিল্পীরা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাবুল তালুকদার,বিশিষ্ট আবৃত্তিকার দেবব্রত পোদ্দার দেবু, রাহি তালুকদার, শিশু আবৃত্তিকার সামী রহমান আদর, তবলায় সংগত করেন জনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর