রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সাভারে ৯ জন মাদকাসক্তকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত-ভোরের কণ্ঠ।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

রাজধানীর সাভারে মাদক সেবনের অভিযোগে ৯ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা এ কারাদন্ডের আদেশ প্রদান করেন।তথ্যসূত্রে জানা যায়, সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন ৯ জন মাদকাসক্ত ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম।

পরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে তাদের হাজির করলে আদালত শুনানী শেষে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

এদের মধ্যে বাচ্চু মিয়া,স্বপন মিয়া,শুকুর আলী, হালিম মিয়া, কাইয়ুম ও শরিফুল ইসলামকে তিন মাস ও টুটুল মিয়া ও শরিফ মিয়া, শাহিন আলমকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর