রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান,চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি। / ৩২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের নাধায়কৃষ্ণপুরে ‘কালি মন্দির’ এর সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে।গোবরাতলা বাজারস্থ এলাকার দুলু মিয়ার শ্যালক কবির মিয়া ও পাতা মিয়ার ছেলে মিতু মিয়ার বিরুদ্ধে।

জমির পরিমাণ আনুমানিক ৩০০ বিঘা। নাধায়কৃষ্ণপুরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় এটি স্বাধীনতার পর হতে শ্রী পতিনাত রায় রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

শ্রী পতিনাত রায়ের ছেলে ও কালী মন্দিরের সভাপতি শ্রী ধনপতি রায় লিখিত বক্তব্যে জানায়;২২’শ হিন্দু পরিবারের একটি মন্দির সেটি হলো ‘কালী মন্দির’। এ মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে আমি ১৬ বছর থেকে নিয়োজিত আছি।এর পূর্বে আমার পিতা শ্রী পতিনাত রায় এ মন্দিরের দায়িত্বে ছিলেন। তিনি আরোও জানান;এ মন্দিরের নামে সেবায়েত নামায় উখড়া মৌজায় ৪৯.০০ একর,উওর গোপীনাথ পুর মৌজায় ১৩.৯৬ একর,ভবানীপুর মৌজায় ৫১.৯৬ একর,নাধাইকৃষ্ণপুর মৌজায় ৯.২৭ একর জমি এখন ভূমি দস্যুদের হাতে।

দুলু মিয়ার স্ত্রী সোফেয়া বেগম সকল অভিযোগ অস্বিকার করে বলেন; সম্পত্তি আমাদের। সকল কাগজ পত্রও আছে।

গোবরাতলা ইউনিয়ের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোরিকুল ইসলাম জানায়; অভিযোগ পাইনি। অভিযোগ পেলে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে ব্যবস্হা নেওয়া হবে।

গোবরাতলা ইউনিয়ের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু জানায়; এ মর্মে আমি অভিযুক্তদের জিঙ্গাসা করেছি। তারা বলেছে; শুধু মাত্র তাদের জমি দখল করে রেখেছে ।

পূজা উদযাপন কমিটির সভাপতি মন্দিরের সম্পত্তি দখল এ বিষয়টি অবগত না বলে জানান প্রতিবেদককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর