মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সারা দেশে বিভিন্ন খাস জমিতে তাদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরাজগঞ্জের চৌহালীতে শনিবার সকালে উপজেলা থানা চত্বরের সামনে থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে ১০ টি গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হচ্ছে। চৌহালীতে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর দেওয়া এই ঘর। উদ্বোধনের জন্য ইতোমধ্যে ১০টি ঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। বাকি ঘর নির্মাণাধীন রয়েছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন জানান, চৌহালীতে পাঁচটি ইউনিয়নের ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে এই ঘর। দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা টিনশেড ও বারান্দাসহ একটি আলাদা বাথরুম রয়েছে প্রতিটি ঘরে। থাকছে বিদ্যুতের ব্যবস্থা।
তবে ইতোমধ্যে ঘর বরাদ্দ দেওয়ার জন্য প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত, বিধবা ও অতিদরিদ্র পরিবার বাছাই করে তালিকা তৈরি করা হয়েছে।তিনি আরো জানান অসহায় ,দিনমজুর , ভিক্ষুক সহ সকল নিম্ন আয়ের মানুষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ -২ প্রকল্পের গৃহ এবং জমি পেয়ে সত্যিই তারা আনন্দিত ৷
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফসানা ইসমিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ,থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, সহ সরকারী বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহপ কর্মচারীবৃন্দ।