আশ্রয়নের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪০ টি পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। দেশনেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শনিবার সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের স্বপ্নের ঠিকানা হিসাবে ভূমি ও গৃহ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার সহ সরকারী বিভিন্ন পদস্থ কর্মকর্তা সহ কর্মচারীবৃন্দ।