অনলাইন ডেস্কঃ ঘন কুয়াশায় বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। অধিক ঘনকুয়াশায় নৌ পথে চলাচল করতে চালকের সমস্যা হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাত দুই টায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী এ তথ্য নিশ্চত করেছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের জাহাজগুলোর দিক নির্দেশনামূলক বাতির আলো কুয়াশা ভেদ করতে না পারায় আলো অস্পষ্ট হয়ে আসে।
এতে পদ্মায় দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলোর চালক। দুর্ঘটনা এড়াতে রাত দুইটার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।ফেরির পাশাপাশি ভোরে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করা হয়েছে ওই ঘাট সূত্রে নিশ্চিত করেছে।
মেরিন কর্মকর্তা আহমদ আলী আরোও জানান, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিনগত রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।