দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪’শ টি ভূমিহীন ও গৃহহীন পবিবারের মাঝে শনিবার সকালে ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর করা হয়।
আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। ভূমিহীন ও গৃহহীন ওই পবিবার গুলো নতুন ঠিকানা পেয়ে স্বপ্ন জয়ের আনন্দে বিভোর তারা।
এক একটি বাড়ী যেনো একটি পরিবারের স্বপ্ন ছিলো।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী উপস্থিত ছিলেন।