সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেজবাউল করিম। ২৩ জানুয়ারী ২০২১ তারিখে সারা দেশে একযোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমি পাকা বাড়ি ২ঘর বিশিষ্ট টয়লেটসহ ৬৬ হাজার ১শ ৮৯টি বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন।
সেই সাথে তাল মিলিয়ে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মোট ১শ ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে ইট দ্বারা নির্মিত সেমি পাকা বাড়ি ও দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে বাড়িসহ ২শতক জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় আরোও উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, প্রভাষক মোক্তার হোসেন মুক্তা,টিএম আব্দুল্লাহেল বাকি,অধ্যাপক আতিকুল ইসলাম বুলবুল,আব্দুল কুদ্দুস সরকার, মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, এসএম আব্দুর রাজ্জাক,আব্দুর রহমান,সাইদুর রহমান সাজু, উপজেলা প্রশাসন বিভিন্ন অধিদফতরের প্রধানগন,জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিকবৃন্দ ও প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তরকারী উপকারভোগীরা