‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহারথ- এই শ্লোগানকে সামনে রেখে এবং আমাদের দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে উন্নত জীবনের অধিকারী হবে এই হচ্ছে আমার স্বপ্ন- বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বুকে ধারন করে সিরাজগঞ্জের কাজিপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের চাবি ও ২ শতাংশ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
২৩ জানুয়ারী শনিবার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহহীনদের জন্য ৬৬,১৮৯টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানসহ গৃহ প্রদান কাজ ভার্চূয়ারী উদ্বোধন করেন। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার ৩৫টি ঘর গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার (ভুমি) এবিএম আরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র নিজাম উদ্দিন, নবনির্বাচিত মেয়র আব্দুল হান্নান তালুকদার, , ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শওকত হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একে,এম শাহ আলম মোল্লা।
উল্লেখ্য যে, ভূমি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। কাজিপুরের উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানের সরকারি খাস জমি উদ্বার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর নির্মান করা হয়েছে।
ক শ্রেনীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমি পাকা ঘরগুলো জমিসহ প্রদান করা হয়েছে। ঘরের সাথে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তসহ প্রদান করা দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি সেমি পাকা ঘর নির্মানে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহহীন পরিবারের জন্য থাকছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুই কক্ষ বিশিষ্ট ঘর।