রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন

নওগাঁয় সোনার বাংলা সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ-ভোরের কণ্ঠ।

মোঃ মাহবুব আলম রানা,স্টাফ রিপোর্টার,নওগা / ৩২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

সোনার বাংলা সংগঠনের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শক্রবার ২২ জানুয়ারি বিকেলে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুরের মাদার মোল্লাহাটে হাসকিন মিলের চাতালে আলহাজ্ব মোখলেছুর রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম নুরনবি বাবলু, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন আলমগীর ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশেদ আলম রুবেল। সোনার বাংলা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠুর সঞ্চালনায় দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

আলোচনা সভায় প্রাধান অতিথি বক্তব্যে সোনার বাংলা সংগঠনের সকলকে সাধুবাদ জানিয়ে, উপস্থিতিদের উদ্দেশ্যে বাল্য বিবাহ, মাদক নির্মুলে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্যে বলেন, আমরা দেখতেছি যুবকদের এ সংগঠন, সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করতে ও ইতো পূর্বে মহামারি করোনা কালীন মাক্স বিতরণ ও দরিদ্রদের ত্রাণ দিয়ে সহযোগিতা করতে, এমন কাজে আমরাও সংগঠনকে সহযোগীতা করব বলে বাক্ত করেন।

অনুষ্ঠানে সোনার বাংলা সংগঠনের সভাপতি এস এম রাশেদুন্নবী সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মানিক উদ্দীন মন্ডল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সংগঠনের নেতৃবৃন্দ সোয়ান, ডলার, শুভ, সবুজ, সুমন, মনিরুজ্জামান তপু, প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর