রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

কলাপাড়ায় চোখে কাপর বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৫৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় চোর অপবাদ দিয়ে শহীদুল (৪০) নামের এক ব্যক্তিকে চোখে কাপর বেধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করা হয়েছে। ওই ব্যক্তির অভিযোগ, গতকাল রাত ১২ টার দিকে তাকে ডেকে নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে কর্মরত গ্রুপ ফোর নামের একটি কোম্পানির সিকিউরিটি গার্ড সদস্যরা এমন নিষ্ঠুর নির্যাতন চালায়। এসময় লোহার রড দিয়ে সাড়া শরীরে পিটিয়ে থেতলে দেয়া হয়। এমনকি পুরুষাঙ্গে নির্যাতন শেষে আগুনে ছ্যাকা দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাস্থলে শহীদুলের অবস্থার অবনতি হলে রাত ২ টায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে ফেলে রেখে যায় সিকিউরিটি গার্ড সদস্যরা।

পরে আজ সকালে আহতের অবস্থা গুরুতর হওয়ায় দায়ীত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। আহত শহীদুলের বাড়ি ধানখালী ইউপির দাষের হাওলা গ্রামে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহনের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর