বাংলাদেশের রাজনীতিতে সৎ নিষ্ঠাবান পরিচ্ছন্ন এবং পরিশ্রমী জাতীয় নেতার কথা বলছি,,, এশিয়ার বৃহৎ সুপ্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাসখ্যাত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সাধারণ সম্পাদকের কথা বলছি, “ইতিহাস বলছে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামীলীগ যখন বড্ড দুঃসময়” অতিক্রম করছিল তখন তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব ভার নিয়ে বয়স এবং শারীরিক সমস্যাকে তুচ্ছ করে, দলকে সুসংগঠিত করতে ইতিহাসের যেকোনো সাধারণ সম্পাদকের তুলনায় তিনি সবচেয়ে বেশি পথ অতিক্রম করেন সবচেয়ে বেশি সম্মেলন অনুষ্ঠিত করেন অক্লান্ত পরিশ্রম আর সাধারণ সম্পাদক হিসেবে দলের প্রতি তিনি যে দায় দেখিয়েছেন তা সার্বিক মূল্যায়নে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাধারণ সম্পাদক তিনি, বঙ্গবন্ধুর পরে সফল সাধারণ সম্পাদক হিসেবে অবশ্যই তার নাম ইতিহাসখ্যাত হয়ে থাকবে, এভাবেই সময়কে পেছনে ফেলে নিজেকে সামলে নিয়ে অসাধারণ আশা একজন কিংবদন্তি রাজনীতিবিদের কথা বলছি আমি” নওগাঁ বাসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান প্রিয় মুখ প্রিয় নেতা আব্দুল জলিল এর কথা বলছি।
আজ২১এ জানুয়ারি রাজনীতির এই মহান কিংবদন্তি জননেতা মূরহুম আব্দুল জলিলের ভাইয়ের ৮৩ তম জন্মদিন জন্মদিন অফুরন্ত ভালোবাসা প্রমাণ করেছে ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় আব্দুল জলিল সংক্ষিপ্ত জীবনের ইতি টানলেন বর্ণময় বর্ণাঢ্য জীবন আজ ও আলোকবর্তিকা হয়ে নওগাঁ বাসির প্রাণে প্রাণে ভালোলাগা ভালোবাসা নওগাঁ বাশির ভালোবাসা যত বড় প্রিয় নেতা আব্দুল জলিলের জীবন ততো বড় নয় নগরবাসী তাদের প্রিয় এবং শ্রেষ্ঠ সন্তানকে হাজার বছর ধরে ভালোবেসে যাবে।
ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় নওগাঁ বাশির ভালোবাসা একথাই প্রমাণ করে ৮৩ তম জন্মদিনে শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ নেতার প্রতি রইল অতল শ্রদ্ধা আর ভালোবাসা।