রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

সাভারে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র আব্দুল গণি-ভোরের কণ্ঠ।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৩২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

সাভারে পৌরসভার ৯ নং ওয়ার্ডের উলাইল ময়লার মোড়ে জামি- আ ইহসানিয়া আরাবিয়া মাদ্রাসা ( এতিমখানা ) এর ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি।

আজ বৃহস্পতিবার ( ২১ শে জানুয়ারি ) দুপুর ১২:৩৫ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে ৫০ জন এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান পালন করেন।

অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব আব্দুল গণি তার বক্তৃতায় বলে সাভার ৯ নং ওয়ার্ড উলাইল ময়লার মোড় এর উন্নয়নের অসমাপ্ত  কাজগুলো দ্রুতগতিতে উন্নয়ন সম্পন্ন করবে। এমনকি উলাইল ময়লার মোড় নামটি পরিবর্তন করে ( মাদ্রাসার মোড়) নামে নামকরণ করবে।

তিনি আরো বলেন, ময়লার মোড় নামটি শুনতে বেমানান সই লাগে তাই জামি-আ ইহসানিয়া আরাবিয়া মাদ্রাসা ( এতিমখানা ) এর নামে এক কথায় ( মাদ্রাসার মোড় ) নামকরণ করবে।

তিনি বলেন যে, এতিম ছাত্রদের সাথে আছি এবং থাকবে বলে অঙ্গীকার করে। তিনি এলাকার দোকানদার দের উদ্দেশ্য বলেন তাদের দোকান গুলোর সাইনবোর্ডে ময়লার মোড় কেটে দিয়ে তার জায়গায় ( মাদ্রাসার মোড় ) লিখতে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাভারে টানা দুই দুইবার বিপুল ভোটে নৌকার প্রতিক নিয়ে বিজয়ী হওয়া আলহাজ্ব আব্দুল গণি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসু জ্জামান খান মুরাদ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর এ্যাডভোকেট সুলতানা রাজিয়া। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ঢাকা বিভাগ কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা – ( মাতৃজগত পত্রিকা, দেশের খবর লাইভ, ডেইলি টাইম ডেস্ক, ভোরের কন্ঠ এর স্টাফ রিপোর্টার, রুপান্তর টেলিভিশনের ক্রাইম রিপোর্টার ) এর সাংবাদিক স্মৃতি রানি।

আরো ছিলেন, মাদ্রাসা কমিটির সদস্য সামছুর রহমান হালিম কোম্পানি, মাওলানা মতিউর আববনী, মাওলানা ক্বারী মাজহারুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুল কাদের, আব্দুল আজিজ,হাফেজ জহিরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাস্টার মোঃ আলী জিন্নাহ, মাস্টার শামসুল হক, আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর