শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদে গণশুনানির অনুষ্ঠানে কম্বল ও সেলাই মেশিন বিতরণ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি)’র উদ্যোগে- সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে-স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে গণশুনানির অনুষ্ঠান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শীতার্ত দরিদ্র ও অসহায় ৯০ জন মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এবং ময়ূূরী রাণী নামে এক নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

সেলাই মেশিন বিতরণের ছবি

বৃহস্পতিবার (২১, জানুয়ারি) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, মানবদরদী, জননন্দিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সয়দাবাদ ইউনিয়নের ইউপি সচিব আসলাম উদ্দিন ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, খোরশেদ আলম খলিল, রাজু আহমেদ, আব্দুুল মান্নান, প্রাক্তন শিক্ষক মোঃ ইসমাঈল হোসেন, মোকলেসুর রহমান, কুদ্দুস, আনোয়ার হোসেন প্রমুখ ।

এ সময় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও তত্বাবধানে ছিলেন এবং বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী মোছাঃ আকতারী বেগম, প্রজেক্ট অফিসার মোছাঃ শারমিন আকতার, প্রজেক্ট ফ্যাসিলিটর বিউটি খাতুন।

অনুষ্ঠানে সয়দাবাদ ইউনিয়নের ২ শতাধিক নারী- সদস্যারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর