সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকালে তার নিজ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নে বাংলার পরিব-দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে তাড়াশ উপজেলায় তালিকাভুক্ত ১৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হতান্তর করার উদ্দ্যেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল করিম এই সংবাদ সম্মেলন করেন।
প্রেস কনফারেন্সে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার পরিব-দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফুটাতে, অন্ন, বস্ত্র, আশ্রয় শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করতে বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নােয়াখালী জেলার (বর্তমানে লক্ষ্মীপুর) চর পোড়াাগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। তঁারই নির্দেশে শুরু হয় গৃহহীন পুনর্বাসন কার্যক্রম। সেই কার্যক্রম বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর ১৯৯৭ সালের ২০ মে কক্সবাজার পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের পুনর্বাসনের নির্দেশ প্রদান করেন।
তার নির্দেশনার প্রেক্ষিতে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ২,৯৮,২৪৯টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তত্ত্বাবধানে। মুজিব শতবর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত কল্পে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি ২০২১ তারিখ, শনিবার সকাল ১০:৩০ টায় উপকারভােগী পরিবারের নিকট উক্ত গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন ।
পরিশেষে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ স্বার্থক হোক এই প্রত্যাশা করে সংবাদ সম্মেলন শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস,সাধারণ সম্পাদক সাহেদ খান জয়,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার