রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

কাজিপুরে অগ্নিকান্ডে গাভি ও ছাগল ভস্মীভূত।

মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের কাজিপুরে গোয়াল ঘরে আগুন লেগে ঢেকুরিয়া গ্রামের আমির হোসেনের পুত্র দরিদ্র কৃষক শহিদুল ইসলামের গর্ভঅবস্থায় বিদেশী জাতের একটি গাভি সহ ৫ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
যার আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষ টাকা। গত ১৯ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২টায় তার গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগি পরিবার ও স্থানীয় লোকজন এ প্রতিনিধিকে জানান, হঠাৎ করে আগুন লেগে মহুতেই সারা ঘরে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী গোয়ালঘর হতে কোনকিছু বের করতে না পারায় উক্ত ক্ষতি সাধিত হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সংবাদ পেয়ে  কাজিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনা স্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।  এদিকে  বুধবার ভোরে কাজিপুর উপজেলা  নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ৩৫ কেজি চাউল , ৫ টি কম্বল, নগদ ৬  হাজার টাকা,এবং ২ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর