সাভারের আশুলিয়ায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৯-২০ উপলক্ষ্যে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৯ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আটিলারির আয়োজনে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।
এ আয়োজনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও শীতার্ত গরীব এবং দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ চলমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ, গরীব ও নিম্ন আয়ের মানুষকে শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ সহায়তা কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে প্রতীয়মান।
এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসজি, জি কমান্ডার ৯ আটিলারি ব্রিগেড, ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মো: জায়েদীদ হাসান আবির, ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আটবলারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।