“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যচ্ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ জানুয়ারি ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছাঃ সুরাইয়া আক্তার মৌসুমির সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সিরাজি।
এ সময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান টিএম আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নুরুল ইসলাম, সেনেটারী অফিসার আব্দুর রশিদ, ক্যাব কাজিপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, হোটেল ও রেস্তেরা মালিকগণ, বেকারীর ব্যবসায়ীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।