ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ দুর্নীতি ও মাদকমুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় মনোনয় নৌকা প্রতিক চান মাহবুবুল আলম (ভুলু)।
ইতিমধ্যে তিনি তার নির্বাচনি এলকায় গনসংযোগ শুরু করেছেন। প্রায় প্রতিদিনই
মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও হাট বাজারে গিয়ে সাধারন মানুষের মধ্যে দোয়া চাইছেন, সম্প্রতি মাহবুবুল আলম (ভুলু) ভোরের কণ্ঠ প্রতিবেদককে বলেন, আমি জাতীয় প্রতিটি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছি।
১৯৮৮ সালে ছাত্রলীগে যোগদান করি। ১৯৯৪ সালে উল্লাপাড়া সরকারী কলেজে কক্ষ ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হই। ১৯৯৯ সালে সাধারন সম্পাদক ও ২০১৩ সালে মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হই।
দলের পরিক্ষিত নেতা হিসাবে ২০২০ সালে মোহনপুর ইউনিয়ন আওমী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব অর্পন করা হয়। যা আমি আজ অবধি নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছি।
২০০১ সালে বি.এন.পি জামাতের নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামলা হামলার শিকার হই। যে কারনে মোহনপুর ইউনিয়নের সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আরো বলেন, গ্রামীন অবকাঠামোর উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মাদক মুক্ত মোহনপুর ইউনিয়ন গড়ার লক্ষ্যে নৌকার মাঝি হয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হতে চাই।
আমি নির্বাচিত হয়ে মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। বিশেষ করে নিম্ন অঞ্চলের অবহেলিত গ্রামের রাস্তা ঘাটের উন্নয়নে কাজ করব। এ সব উন্নয়নের মাধ্যমে মোহনপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।