শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৪২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামে এক পর্যটকের মত্যু হয়েছে। ২০(জানুয়ারি)বুধবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনার শিকার হয় সে। বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বাবলু  ৫৫ জনের একটি টিম’র সাথে কুয়াকাটায় ভ্রমণে আসেন। দুপুরে তারা তিন চারজন মিলে সৈকতে গোসল করেতে নামেন। এসময় বাবলু সাগরের ঢেউ দেখে উৎফুল্ল হয়ে পানি ভেবে  লাফ দেয় । ওই স্থানে পানি অপেক্ষাকৃত কম থাকায় সে  মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পায় । এতে সে  অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষনিক বাবলুকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর