সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবার সেমি পাকা ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মোট ১’শ ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ইট দ্বারা নির্মিত সেমি পাকা বাড়ি পেতে চলেছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম তাড়াশে যোগদান করে চ্যালেঞ্জের সাথে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এই কাজটি করেছেন। ইতো মধ্যেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর উপহার দিতে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন ১শ ৫২টি ঘরের কাজ ৯০% সম্পুর্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারী ২০২১ তারিখে মাননীয় প্রধান মন্ত্রী এক যোগে সারা দেশে এই বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করবেন । সেই দিনই তাড়াশ উপজেলার ১শ ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সম্পর্ন ভাবে তৈরী করে সেমি পাকা ১টা বাড়ী এবং বাড়ীর দলিলসহ হস্তান্তর করা হবে। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের সহায়তায় তাড়াশ উপজেলার নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
কাজটি সম্পুর্ন করতে সহযোগীতা করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগন