সাভারে অভিযান পরিচালনা করে প্রায় দুই হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম নুরু ওরফে নুরা পাগলা (৫৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ৪।
সোমবার ( ১৮ জানুয়ারি) রাত ১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।
এর আগে রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর (বেঁদে পল্লি) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।নুরা গাগলা সাভারের পোড়াবাড়ি বেঁদেপাড়া এলাকার মৃত খাদানের ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান,গ্রেফতারকৃত নুরা পাগলা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও এর পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলো। নুরা পাগলার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।