দেশের প্রতিটি জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রতিনিধি’র পদ শূন্য থাকায় উল্লেখিত পদের জন্য সাংবাদকর্মী নিয়োগ দিচ্ছে ভোরের কণ্ঠ নিউজ পোর্টাল ।
যদি আপনি সৎ, কর্মঠ হন এবং সমাজের অবহেলিত দরিদ্র মানুষের কথা,দরিদ্র-মেধাবী শিক্ষার্থীর কথা,সমাজে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাবলী ও বাস্ত চিত্রসহ নিপিঁড়িত নির্যাতিত মানুষ ও তাদের দুর্ভোগের কথাগুলো আপনার লেখালেখির মাধ্যমে দেশ ও জাতির সামনে তুলে ধরতে চান তাহলে দেড়ি না করে বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় নিউজপোর্টাল ভোরের কণ্ঠ পত্রিকায় নিচের শর্ত সাপেক্ষে সংবাদকর্মির জন্য আবেদন করতে পারেন।
যোগাযোগ- নিউজরুম
(০১৯৫৯-৪০৮৪১৫,০১৭২৮-৩৬৫৬৯৮)
www.vorerkantho.com লগইন করুন।
দরখাস্তের নমুনা নিম্নরুপ-
বরাবর
সম্পাদক
ভোরের কন্ঠ
১৬/১৫ – বাবর রোড, বি ব্লক,মোহাম্মদপুর,ঢাকা
বিষয়ঃ কলেজ, বিশ্ববিদ্যালয়,জেলা প্রতিনিধি পদে নিয়োগের জন্য আবেদন। ফাঁকা স্থানে জেলা,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হবে।
আবেদনের যোগ্যতাসমূহঃ
১. সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
২. সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। পজেটিভ ও অনুসন্ধানমুলক নিউজে গুরুত্ব বেশি দিতে হবে।
৩. মিশুক মনের অধিকারী, চালাক ও সাহসী হতে হবে।
৪.পুরুষ / মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
৫.আবেদনকারীকে অবশ্যই যে কোন নেশা ও মাদক মুক্ত হতে হবে। নিয়োগের পরে যে কোন মাধ্যমে মাদকের বিষয়টি কর্তৃপক্ষ জানতে পারলে অবহতিকরণ ছাড়াই প্রতিনিধির নিয়োগ পত্র বাতিল করা হবে।
সংবাদ কর্মির শর্তসমূহঃ
১.আবেদনকৃত জেলা প্রতিনিধিকে অবশ্যই সংশ্লিষ্ট জেলা সদরের বাসিন্দা হতে হবে। পৌরসভা কর্তৃক নাগরিক সনদ পত্র আবেদনের সাথে যুক্ত করতে হবে।
২.যারা বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিনিধি হিসাবে আবেদন করবেন,তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত হতে হবে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র আবশ্যক।
৩. কপিও বয়েকা নিউজ করা যাবে না।
৪. কোন পত্রিকার নিউজ সরাসরি কপিরাইট করে ভোরের কণ্ঠ পত্রিকাতে নিউজ করেছেন এমন কিছু প্রমাণিত হলে তাকে অবহতি করন নোটিশ ছাড়াই প্রতিনিধির পদ থেকে বহিষ্কার করা হবে। ভোরের কণ্ঠ পরিবার গ্রুপ থেকে রিমুভ করা হবে।
৫. যে কোন ঘটনার তাজা ছবি দিয়ে নিউজ করার প্রতি গুরুত্ব দিতে হবে। অনুসন্ধান মুলক ও জনদুর্ভোগ নিউজের প্রতি গুরুত্ব বেশি দিতে হবে।
৬.রাত ৮ টার পরের নিউজ আপডেট হবে না। তবে বিশেষ জরুরী নিউজ হলে নিউজ পাঠিয়ে ডেস্ক নম্বরে ফোন করে নিউজ আপডেট করে নিতে হবে।
৭. মাঝে মধ্যে জনদূর্ভোগের ভিডিও ফুটেজ তৈরী করে পাঠাতে হবে।
৮.সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে/অভিজ্ঞতা তৈরী করে নিতে হবে। ডি এস এল আর ক্যামেরার মধ্যমে নিউজের ছবি দেওয়াই শ্রেয়।
৯. স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে। নিউজ লেখা শেষ করে,নিচে প্রতিনিধির নাম/জেলা/কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম,মোবাইল নম্বর ও তারিখ উল্লেখ পূর্বক ওয়ার্ড ফাইল করে নিউজ পাঠাতে হবে।
১০.রাষ্ট্রদ্রোহী ও ধর্মীয় অনুবোতিতে আঘাত আনে এবং স্বাধীনতা বিরোধী হয় এমন কোন নিউজ করা যাবে না।
১১.প্রতিবাদ প্রকাশ হবে এমন নিউজ করা থেকে বিরত থাকাই উত্তম। তথ্য প্রমাণ ছাড়া নিউজ করা যাবে না। নিউজের সকল তথ্য প্রমাণ প্রতিনিধিকে সংরক্ষণ করতে হবে। কারন প্রতিনিধির নাম ও ছবিযুক্ত নিউজ প্রকাশ করা হয়।
১২.কর্তৃপক্ষ যে কোন মূহুর্তে নিয়োগ বাতিলের সক্ষমতা রাখে।
১৩.পরিক্ষা হিসাবে ২ মাস নিউজ পাঠিয়ে ট্রায়ালে থাকতে হবে। কর্তৃপক্ষ যোগ্য মনে করলে নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদানের পূর্বে আপনার সাথে যোগাযোগ করবে।
১৪.পরিচয় পত্রের জন্য খরচ বাবদ জেলা প্রতিনিধির ক্ষেত্রে ৫০০ টাকা,কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ক্ষেত্রে ৪০০ টাকা ফি নির্ধারন করা হয়েছে।
১৫.নিউজ পত্রিকার পেজ থেকে অবশ্যই শেয়ার করতে হবে। পেজে লাইক,শেয়ার ও কমেন্ট করে ভোরের কণ্ঠ পরিবারের সাথে যুক্ত থাকতে হবে।আপনার বন্ধ বান্ধবকে পেজে ইনভাইটেট করতে হবে।
সুযোগ সুবিধাঃ
১.সংবাদকর্মী নিজে কোন কঠিন বিপদ আপদে আক্রান্ত হলে পত্রিকা সহযোগিতায় এগিয়ে আসবে।
২. পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে।
৩.বছর শেষে শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচন করে সন্মাননা সনদ ও পত্রিকার লগোযুক্ত টিশার্ট দেওয়া হবে।
৪. বিজ্ঞাপনের ৪০% কমিশন প্রতিনিধিকে প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
আপনাদের পাঠানো আবেদন যাচাই বাছাই পূর্বক যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিনিধিদের সাথে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করা হবে।
বিঃদ্রঃ আবেদনের সাথে ফেসবুক আইডি ও লিঙ্ক নাম্বাার,জিমেইল ঠিকানা, সার্ক্ষনিক যোগাযোগের জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর আবশ্যক। নিউজ পাঠানোর ই-মেইলঃ info.vorerkantho@gmail.com
বার্তা বিভাগ, ভোরের কণ্ঠ, আঞ্চলিক অফিস,উল্লাপাড়া সিরাজগঞ্জ। এই ঠিকানায় আপনার জীবন বৃত্তান্ত, ভোটার আইডি,দুই কপি ছবি সহ করতোয়া/সুন্দরবন কুড়িয়া সার্ভিসে/info.vorerkantho@gmail.com মেইলে পাঠাতে হবে।
আসুন সকল নিয়মকানুন মেনে ভোরের কণ্ঠ পরিবারের সদস্য হয়ে আগামী প্রজন্মকে পাঠক ও সাংবাদিক হিসাবে গড়ে তুলি। সদা সত্য প্রকাশ করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখি।
বিশেষ দ্রষ্টব্যঃ অযথা কেউ ফোন করে সংবাদ প্রকাশে বিঘ্ন ঘটাবেন না।