রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র নিরাপদ খাদ্য অর্জনে ক্যারাভান রোড শো-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৩২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

নিরপাদ খাদ্য অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ‘ক্যারাভান রোড শো’ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ রোড শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান।

পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহম্মেদ ও ক্যারাভান রোড শোর সমন্বয়ক আবু জাফর। সভায় বক্তারা নিরাপদ খাদ্য অর্জনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী উপজেলার ১০ টি বাজারে জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য অর্জন বিষয়ক নাটক ও গান প্রদর্শন করেন তারা । এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ৫৬ টি জেলায় ঘুরে ঘুরে তারা ক্যারাভান রোড শো কার্যক্রম পরিচালিত করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর