সিরাজগঞ্জে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম (৫২) নামে এক জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সাড়ে রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সে শহরের নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে।
তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতিকে প্রতিদ্বন্দীতা করে ৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।পৌর সভার ৬ নং ওয়ার্ডের শহীদগঞ্জসরকারী প্রাথমিক বিদ্যঅলয় ভোট কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে বের হলে প্রতিদ্বন্দী পরাজিত প্রার্থীদের সমর্থকদের ছরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম গুরুতর আহত হর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত পরিস্থিতি ভালই ছিল। ভোট গননার পর তারিকুল ইসলাম ৮৫ ভোটে নির্বাচিত হন। পরে প্রতিপক্ষের হামলায় আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করে। নিহতর মরদেহ ময়না তদন্ত শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে।
হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে গতকাল রবিবার বেলা ১২টার দিকে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল করে এবং সদর থানার সামনে সমাবেশ করে। একই ঘটনায় সাহেদ নগর,বাহির গোলা এলাকায় ৫টি দোকানে অগ্নি সংযোগসহ ২০ঘরবাড়ী ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের রাজশাহী রেঞ্জ ডি আইজ সিরাজগঞ্জে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতর বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলেন । এসময় তিনি হত্যাক্রাীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দেওয়ার আশ্বাস দেন। সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এসময় তার সাথে ছিলেন।