শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

কলাপাড়া পৌর নির্বাচনে দলীয় প্রতীকে-৩ জন স্বতন্ত্র-১ জন মেয়র প্রার্থীর মনোনয়ন জমা-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৪৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

কলাপাড়া পৌর নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন রবিবার সকাল থেকে শেষবিকেল পর্যন্ত নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীনির্বাচনে অংশ নিতে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আলোচিত কেউ কেউ শোভাযাত্রা ও ব্যান্ডপার্টি সহকারে শহর প্রদক্ষিন করে নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।

মেয়র পদে দলীয় প্রতীক নিয়ে যারা নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র মো: সেলিম মিয়া ও স্বতন্ত্র মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পৌর আওয়ামীলীগের সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম।

কলাপাড়া নির্বাচন অফিসার আবদুর রশিদ জানান, রবিবার বিকাল ৫টা পর্যন্ত বিএনপি ও আওয়ামীলীগ সমর্থিত একাধিক প্রার্থী কাউন্সিলর পদে সাধারন আসনে মনোনয়ন দাখিল করেছেন। দলীয় সমন্বয় না থাকায় কোন কোন আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন নারী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ১৯ তারিখ পৌরসভা নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক এসব প্রার্থীদের মনোনয়ন বাছাই ও ২৬ তারিখ প্রত্যাহারের শেষ দিন। ১৪ ফেব্রুয়ারী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ঘোষিত ৫৬টি পৌরসভা নির্বাচনের মধ্যে কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। কলাপাড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২৮৯১। এরমধ্যে নারী ৬৫৫৭, পুরুষ ৬৩৩৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর