সিরাজগঞ্জের তাড়াশে মানুষের জন্য মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে মানুষের জন্য মানবতার দেয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ানম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
সংগঠনটি মানুষের অপ্রয়োজনীয় বস্তু গুলি সংগ্রহ করে গরীব দুঃখী মানুষদের মাঝে উম্মুক্ত করে দিয়েছেন। ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস গুলি এখানে রেখে যান – আপনার যা প্রয়োজন নিঃ সংকোচে এখান থেকে নিয়ে যান’ এই শ্লোগানে মানবতার দেয়াল প্রতিষ্ঠিত করা হয়েছে।
ভিলেজ ভিশন সংগঠনের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার বলেন, প্রতি সপ্তাতে রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপনার অপ্রয়োজনীয় জিনিস শার্ট প্যান্ট,থ্রি পীচ,সোয়েটার,জুতা ব্যাগ ইত্যাদি জিনিস এখানে রেখে যাবেন এবং যারা গরীব দুঃখী তারা আপনার যা প্রয়োজন এখান থেকে নিঃ সংকোচে নিয়ে যাবেন। তিনি আরোও বলেন গরীব দুঃখীদের দুঃখ দুর্দশা দেখে এবং অ প্রয়োজনীয় জিনিস প্রয়োজনে কাজ লাগানোর জন্য এমন কাজটি করতে চেষ্টা করেছি।
এমন কাজের অগ্রগতি দেখে উপজেলা প্রশাসন ভিলেজ ভিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।