বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মুন্না’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

দিনাজপুর ফুলবাড়ী থানার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক নওশাদ আলম মুন্না (৬৩) গত বৃহস্পতিবার রাত ৯ টা ৪৫মিনিটে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের যানাজার নামাজ গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের রামচন্দ্রপুর পারিবারিক কবরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মরহুম নওশাদ আলম মুন্না ফুলবাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান স্বজনপুকুর নিবাসী মরহুম নুরুল হুদার বড় ছেলে এবং সাবেক ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি ও নবনির্বাচিত ফুলবাড়ী পৌরসভা মেয়র মাহমুদ আলম লিটনের বড় ভাই।

তার মৃত্যুতে ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার সংসদ সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধূরী, পৌরসভার মেয়র মানিক সরকার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর