নওগাঁ সদর উপজেলা পঞ্চভাই ইট ভাটায় বিভিন্ন ইউনিয়নে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে।প্রশাসনের চোখের সামনে মাটি কেটে বিক্রি হলেও ঘটনার সঙ্গে প্রভাবশালী মহল জড়িত বলে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তিন ফসলি জমিকেও পুকুর বানাচ্ছে এসকল মাটি ব্যাবসায়ীগন।
অনুসন্ধানে জানা যায়, পঞ্চ ভাই ইট ভাটায় কাটগড় হাসাইগাড়ি রোড মাঝে কালামের ইট ভাটায় ফসলি জমির মাটি কেটে ইট হচ্ছে।
এলাকার পঞ্চ ভাই ইট ভাটায় বিলে ও দেখা যায়, মাটি কেটে কৃষিজমিতে গভীর গর্ত করে পুকুর বানিয়ে ফেলা হয়েছে। এতে পাশের জমি গুলো ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এ ভাবে মাটি কাটার ফলে কমে যাচ্ছে ফসলি জমি। আর এসব মাটি ভর্তি ট্রাক ও হাইড্রোলিক গাড়ীতে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।
নওগাঁ পঞ্চ ভাই ইট ভাটায় খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটা হচ্ছে। এসব মাটি বহন করে নেওয়ার জন্য অর্ধশতাধিক ট্রাক ব্যবহার করা হচ্ছে।নওগাঁ সদর উপজেলা হাসাইগাড়ি একটু আগে বিলে দুটি খনন যন্ত্র (ভেকু) বসিয়ে মাটি কাটা হচ্ছে। মাটি বহন করার জন্য ব্যাবহার করা হচ্ছে হাইড্রোলিক ট্রাক। এসব ট্রাকে মাটি বোঝাই করে রাস্তায় চলা চল করার ফলে উপজেলার বিভিন্ন এলার গ্রামীন পাঁকা রাস্তা গুলো ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে।গভীর রাত থেকেই শুরু হয় মাটি কাটার মহোৎসব।