জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজেন মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৩ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্না, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: মামুন হাসান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহকারী মো: মাসুদ রানা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, সাংবাদিক মেরাজুল খান, গোবিন্দ মজুমদার প্রমূখ। সেমিনারে বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন খাদ্যের নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন এবং ভিডিও চিত্রে খাবারের গুনগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার পরিবেশকদের স্বাস্থ্য সুরক্ষা, খাবার রাখার পরিষ্কার জায়গা ও তাপমাত্রা ইত্যাদি তুলে ধরেন।
এসময় তিনি খাদ্য নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার অনুরোধ জানান।