চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার ৩টি অবৈধ ইট ভাটা পরিবেশ অধিদফতর অভিযান পরিচালন করে ভেঙ্গে দিয়েছে।
মঙ্গলবার সকালে ইট ভাটা গুলোতে পরিবেশ সুরক্ষা সনদ না থাকায় পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে রায়গঞ্জ উপজেলার কেবিএম ব্রিকস, তাড়াশ উপজেলার বন্যা ব্রিক্স ও উল্লাপাড়া উপজেলার এইচ আর এম বিক্স ভেঙ্গে গুড়িয়ে দেন। কোন রকম অনুমোদন ছাড়াই এ সকল ইট ভাটার মালিক ইট তৈরীর কাজ করছিলো। এ সকল অনুমোদন ছারা চালিত ইট ভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন,পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক নুর কুতুবে-আলম সিদ্দিক, একেএম হাসানুর রহমান । এ অভিযানে সহায়তা দেন র্যাব ও ফায়ার সার্ভিসের একটি দল।